পূর্বধলায় গৃহবধুর ছুরিকাঘাতে স্বামীসহ আহত ৩, আটক ১


পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় পারিবারিক কলহের জের ধরে গৃহবধু শাফিয়া আক্তার সাদিয়া (২৮) এর ছুরিকাঘাতে স্বামী সুমন মিয়া, শ্বশুর ইলিয়াছ উদ্দিন, শাশুড়ী ফরিদা খাতুন নামে ৩ জনকে জখমপ্রাপ্ত করার ঘটনা ঘটেছে। আজ বুধবার (২৯ মার্চ) ভোররাত সাড়ে ৫ টায় উপজেলার বিশকাকুনী ইউনিয়নের যাত্রাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা গৃহবধু শাফিয়া আক্তার সাদিয়া (২৮) কে আটক করে পুলিশে সোপর্দ করেন।
সূত্রে জানা গেছে, গত ৬ বছর পূর্বে সুমন মিয়ার সহিত একই ইউনিয়নের বিশকাকুনী গ্রামের মো: শাহাব উদ্দিন এর মেয়ে শাফিয়া আক্তার সাদিয়া’র বিবাহ হয়। এর আগে শাফিয়া আক্তার সাদিয়া’র উপজেলার গোজাখালীকান্দা গ্রামে আরেকটি বিয়ে হয়েছিল। সুমন মিয়ার সাথে বিয়ের ৬ বছর অতিবাহিত হওয়ার পরও তাদের পরিবারে সন্তান না হওয়ায় সুমন মিয়া অন্যত্র বিয়ের করার কথা বলেল এ নিয়ে তাদের মধ্যে কলহ সৃষ্টি হয়। তারই জের ধরে বুধবার অনুমান ভোররাত সাড়ে ৫ টায় শাফিয়া আক্তার সাদিয়া ধারালো ছুরি দিয়ে সুমন মিয়ার মাথার পিছনে একাধিক আঘাত করে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। সুমন মিয়াকে উদ্ধার করতে গেলে শাফিয়া আক্তার সাদিয়া ওই ছুরি শ্বশুড় ইলিয়াছ উদ্দিনের মাথার ডান পাশে আঘাত করে কাটা রক্তাক্ত জখম করে। পরে ঘরে থাকা ইট দিয়ে শাফিয়া আক্তার সাদিয়া শাশুড়ি ফরিদা খাতুনের বুকে আঘাত করে বেদনাদায়ক জখম করে। স্থানীয়রা জখমীদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ভর্তি করেন। এ ঘটনায় সুমন মিয়া’র পিতার ইলিয়াছ উদ্দিন পূর্বধলা থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় গৃহবধু শাফিয়া আক্তার সাদিয়া (২৮) কে আটক করা হয়েছে এবং সুমন মিয়ার পিতা ইলিয়াছ উদ্দিন এর দায়ের করা লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।