পূর্বধলায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ , জানুয়ারি ২৩, ২০২৫

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলায় ৫ কেজি গাঁজাসহ মো. শাহাজাহান মিয়া (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ।

বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ইসবপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় পলিথিন ব্যাগ ভর্তি ৫ কেজি গাঁজা জব্দ করা হয়। শাহাজাহান মিয়া ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার কাশিগঞ্জ ছন্দধরা গ্রামের মৃত জুলহাস উদ্দিন ওরফে গেন্দা মিয়ার পুত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, শাহাজাহান মিয়া একজন মাদককারবারী। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী করে আসছিল। মাদকদ্রব্য পাচারের উদ্দেশ্যে বুধবার উপজেলার গোহালাকান্দা ইউপির ইসবপুর নামক এলাকায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে তাকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারের পর পূর্বধলা থানায় তাকে সোপর্দ করা হয়।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com