পূর্বধলায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় গত শনিবার (১৯ আগষ্ট) সকালে ২০০ গ্রাম গাঁজাসহ মোঃ সুরুজ আলী (৬৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উপজেলার পূর্বধলা সদর ইউনিয়নের বর্ণাকান্দা গ্রাম হতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মোঃ সুরুজ আলী ওই বর্ণাকান্দা মৃত ইয়াদ আলী শেখ’র ছেলে। এসব তার কাছ থেকে মাদক বিক্রয়ের ৪২০০০/- টাকা জব্দ করা হয়েছে।
সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ এলাকায় ভ্রাম্যমাণ ভাবে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি’র একটি রেইটিং পার্টি তাদের গাঁজাসহ আসামী মোঃ সুরুজ আলীর চায়ের দোকানে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে একটি মামলা দায়ের করে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর উপ পরিদর্শক (এসআই) মো: আজগর আলী।