পূর্বধলায় গাঁজাসহ এক ব্যবসায়ী গ্রেপ্তার


পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় ২শ গ্রাম গাঁজাসহ মোঃ শহীদ মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানা পুলিশ । গত বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় উপজেলার বিশকাকুনী ইউনিয়নের নৈগাঁও গ্রাম হতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি ওই নৈগাঁও গ্রামের মৃত আক্তার উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শহীদ মিয়া দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক বিক্রয় করিয়া আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার নিজ বাড়িতে তল্লাশী করে নিজ দখলে থাকা ২শ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, গাঁজা বিক্রয়ের অপরাধে শহীদ মিয়া নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। থানায় নিয়মিত মামলা রুজু করে আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।