পূর্বধলায় গলায় ওড়না পেছিয়ে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ , মার্চ ৫, ২০২৩
প্রতীকি ছবি

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় ফাঁসিতে ঝুলে রহিমা আক্তার (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ রবিবার (৫মার্চ) সকাল দশটায় পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের তুলা পাবই গ্রামের এ ঘটনা ঘটে। স্বামীর ঘর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। মৃত রহিমা- উপজেলার ওই খলিশাউড় ইউনিয়নের পাবই গ্রামের ফয়সালের স্ত্রী এবং বাচ্ছু মিয়ার মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত চার বছর আগে একই ইউনিয়নের একই গ্রামের ফয়সালের সাথে বিয়ে হয় রহিমা আক্তারের। বিয়ের পর থেকেই স্বামীর সাথে প্রায় সময়ই দাম্পত্য কলহ লেগেই থাকত। গতকাল শনিবার রহিমা তার স্বামী সন্তানকে নিয়ে বড় ভাই আসাদুল এর বিয়ের অনুষ্ঠানে তার পিতার বাড়ীতে বেড়াতে গেলে তারা স্বামী স্ত্রী ঝগড়া করে। এক পর্যায়ে রহিমার স্বামী ফয়সাল রাতেই তার বাড়ীতে চলে আসে। আজ সকাল অনুমান ৮ঘটিকার সময় রহিমা তার স্বামীর বাড়ীতে এসে তার স্বামীকে বাড়ীতে পাইনি। তার স্বামী ফয়সাল একজন ভ্যান চালক।

স্বামী ফয়সাল সকাল অনুমান সাড়ে ১০ ঘটিকার সময় বাড়ীতে এসে তার ঘরের দরজা বন্ধ পেয়ে আশে পাশের লোকদের ডাকাডাকি করে ঘরে দরজা খোলে রহিমাকে ঘরের বাঁশের আড়ার সাথে সুতির ওড়না দিয়ে ফাঁসিতে ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের দাবি রহিমাকে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে এবং তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com