পূর্বধলায় গণহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতি মূলক সভা
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : পূর্বধলা উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি মূলক সভা (১৬ মার্চ) বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলা নিবার্হী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্সে’র সভাপতিত্বে পরিচালিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহম্মেদ রাজ্জাক সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমী আকন্দ, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম,
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন, পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোতাহার হোসেন বকুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমিন তালুকদার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মফিজুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম,
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুবায়ের আল মাহমুদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন। সভায় দিবসগুলো যথাযত মর্যাদায় উদযাপনে বিভিন্ন উপকমিটি গঠন করা হয় একই সঙ্গে দিবসের বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে।