পূর্বধলায় খলিশাউড় ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো: কামাল হোসেন


পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: বাংলাদেশ কৃষকলীগ নেত্রকোনার পূর্বধলা উপজেলায় খলিশাউড় ইউনিয়নে ৫ সদস্য বিশিষ্ট্য আংশিক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মো: কামাল হোসেনকে সভাপতি ও গণি মিয়া’কে সাধারণ সম্পাদক করা হয়। সোমবার (২৯ মে) উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলামের যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোতি দেওয়া হয়।
কমিটিতে অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মোঃ সোহেল মিয়া ও মোঃ আবুল কালাম, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম।
উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ আইয়ুব আলী জানান, দীর্ঘদিন যাবৎ খলিশাউড় ইউনিয়নে কৃষক লীগের কমিটি ছিল না। আগামী ০৩ (তিন) মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার লক্ষ্যে ৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট্য আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
ইউনিয়ন কৃষকলীগের নবগঠিত কমিটির সভাপতি মো: কামাল হোসেন জানান, বাংলাদেশ কৃষকলীগ, নেতা মোদের শেখ মুজিব। এই স্লোগান বুকে ধারণ করে ইউনিয়নের সকল পেশার মানুষকে সহযোগীতা করতে চান। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে যেন এগিয়ে যায়, তার জন্য বাংলাদেশ কৃষকলীগ খলিশাউড় ইউনিয়ন শাখা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে। তিনি সকলের সহযোগীতা কামনা করেন।