পূর্বধলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ভেড়া বিতরণ

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ , সেপ্টেম্বর ৪, ২০২২
ভেড়া বিতরণ

পূর্বধলা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় সুফল ভোগীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান হিসেবে ভেড়া ও গৃহনির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার (৪ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিটিএলপি প্রকল্পের বাস্তবায়নে প্রাণিসম্পদ অফিস চত্বরে এসব ভেড়া বিতরণ করা হয়।

এছাড়াও যারা ভেড়া পেয়েছেন তাদের প্রত্যেককে ভেড়া পালনের জন্য ঘর তৈরীর উপকরণ, দানাদার খাবারসহ বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে।

বিতরণী অনুষ্ঠানে  উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. এম এ আওয়াল তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূর্বধলা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন বেগম সেতু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, জেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ শহিদুল ইসলাম।

এ ছাড়া প্রকল্পের উপকারভোগী ও প্রাণিসম্পদ অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় সুফলভোগি ৫০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ২ করে মোট ১০০টি ভেড়া বিতরণ করা হয়।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com