পূর্বধলায় মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টায় গ্রেপ্তার ১


পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় ৭ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গতকাল শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত পৌনে ১২ টায় মোঃ রতন মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। উপজেলার ঘাগড়া ইউনিয়নের হিরন্নপট্টি গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার রতন মিয়া, ওই হিরন্নপট্টি গ্রামের মৃত আকবর আলী’র ছেলে।
সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ০৭.০০ টায় বসত ঘরে গেলে মোঃ রতন মিয়া চুপিচুপি প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। শিক্ষার্থীর ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে রতন মিয়া পালিয়ে যায় যায়। ভিকটিম স্থানীয় দাখিল মাদরাসার ৭ম শ্রেণির শিক্ষার্থী।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ধর্ষণ চেষ্টার ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে পূর্বধলা থানায় অভিযোগ দায়ের করেন। এ ঘটনার রতন মিয়া কে গ্রপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।