পূর্বধলায় কংস নদে নৌকাডুবি ১১ ঘন্টা পর মাদরাসা ছাত্রের লা.শ উদ্ধার
মোঃ আল মুনসুর : নেত্রকোনার পূর্বধলায় কংস নদে নৌকাডুবির ঘটনার ১১ ঘন্টা পর মাহাবুব আলম (১১) নামে এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ জুলাই) ওই কংস নদে কৈলাটি নামক স্থানে জেলেদের জালে লাশটি আটকা পড়ে। নিহত মাহাবুব আলম, দুর্গাপুর উপজেলার কৈলাটি গ্রামের মাজহারুল ইসলাম ওরফে রেনু’র ছেলে এবং পূর্বধলা উপজেলাধীন কালডোয়ার সচিব বাড়ি সংলগ্ন একটি কওমী মাদরাসার ছাত্র।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার জামধলা বাজার গোদারাঘাট থেকে নৌকার মাঝি রঙ্গু লাল ১০/১৫জন লোক নিয়ে নদীর ওপাড়ে দুর্গাপুর উপজেলার মুচারবাড়ি গোদারা ঘাটে যাচ্ছিলেন। মাঝ পথে নদের স্রোতে নৌকাটি ডুবে যায়। এসময় নৌকায় থাকা ৮/১০জন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও সোহেল মিয়া (১৮), এনায়েত উল্লাহ (১৬),মাহাবুব আলম (১১) সহ ৫জন যাত্রী নিখোঁজ হয়। আজ বৃহস্পতিবার জেলেদের জালে মাহবুব আলমের লাশ আটকা পড়লে জেলারা তার পিতার কাছে লাশটি হস্তান্তর করে।
পূর্বধলা ফায়ার সার্ভিসের লিডার সাঈদ মন্ডল জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছার আগেই স্থানীয়রা দুইজনকে উদ্ধার করেছে। নিখোঁজ অপর ৩জনকে উদ্ধার করতে ডুবুরী টিমকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে উদ্ধার কাজ শুরু হবে।