পূর্বধলায় এসএসসি-৯২ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত


পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : ”হৃদয়ের টানে এসো মিলি একসাথে” এই স্লোগানকে সামনে রেখে এসএসসি-৯২ ব্যাচ এর বন্ধুদের আয়োজনে ৩০ বছর ফুর্তি উপলক্ষে উৎসবমুখর পরিবেশে মিলনমেলা অনুষ্ঠিত হয়। শনিবার (২১ জানুয়ারি) পূর্বধলা রাজধলা বিলপাড় ইকোপার্কে আয়োজিত মিলন মেলায় সকালে বর্ণাঢ্য র্যালি পূর্বধলা সরকারি কলেজ প্রদক্ষিণ করে।
এসএসসি-৯২ ব্যাচের বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠানের আহ্বায়ক আমেরিকা প্রবাসী আমানুর রশীদ খান জুয়েল এর সভাপতিত্বে পূর্বধলা রাজধলা বিলপাড় ইকোপার্কে মিলনমেলায় পরিচয় পর্ব, উপহার গ্রহণ, মৃত বন্ধুদের স্মরণে নিরবতা পালন, স্মৃতিচারণ, ফটোসেশন, খেলাধুলা, আড্ডা, আনন্দ, নৌবহর, গান আর কবিতায় মেতে উঠে বন্ধুরা। বিকালে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র। দিনব্যাপী এ মিলনমেলাটি- ৯২ ব্যাচের বন্ধুরা নাচ-গানে আনন্দ উপভোগ করেন। দীর্ঘদিন পর সাক্ষাতে অনেকেই আবেগআপ্লুত হয়ে পড়েন। মিলন মেলা যেন সমাবেশে পরিণত হয়।
অনুষ্ঠানে ৯২ ব্যাচের আয়োজনটি সকল বন্ধুদের স্বতস্ফূর্ততায় মুখরিত হয়ে ওঠে। আয়োজনটি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানটি সার্থক ও সুন্দর করে তোলার জন্য বন্ধুদের সহায়ক হিসেবে মুখ্য ভূমিকায় ছিলেন মোঃ জায়েজুল ইসলাম, সারোয়ার জাহান রাসেল, রেজাউল করিম লেলিন, সামছুজ্জামান রিপন, সামছুর সিরাজ রিয়েল, আঞ্জুমান আরা নাজমাসহ আরও অনেকেই। বিভিন্ন স্কুলের সহপাঠী বন্ধুদের আন্তরিক ভালোবাসা ও পরিশ্রমের কারণে উৎসবে স্মৃতি চারণের মাধ্যমে অনুভূতি প্রকাশ সহ বন্ধুদের আড্ডা ছিল খুবই প্রাণবন্ত। অনুষ্ঠানে এসে দীর্ঘ ৩০ বছর সহপাঠীকে দেখার পর অনেকেই আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। এ সময় পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ আনায়ারুল হক রতন এসএসসি-৯২ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।