পূর্বধলায় এনএসআই’র তথ্যের ভিত্তিতে ৭৯ বস্তা ভারতীয় চিনি জব্দ
পূর্বধলা (নেত্রকোনা) : নেত্রকোনার পূর্বধলায় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)র তথ্যের ভিত্তিতে ৭৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) রাত সাড়ে আটটায় উপজেলার পূর্বধলা সদর ইউনিয়নের পূর্বধলা পাট বাজারে শৈলেশের গোডাউন হতে তার উপস্থিতিতে কালো বাজারের চিনির বস্তা জব্দ করা হয়। অভিযান পরিচালনা করে পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স।
সূত্রে জানা গেছে, পূর্বধলা পাট বাজারে ব্যবসায়ী শৈলেশ কালো বাজারের ভারতীয় চিনি বিক্রয়ের উদ্দেশ্যে তার গোডাউনে মজুদ করে। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)র তথ্যের ভিত্তিতে পূর্বধলা থানা ও এনএসআই’র একটি টিমসহ উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স ওই শৈলেশের গোডাউনে অভিযান পরিচালনা করে ৭৯ বস্তা কালো বাজারের চিনি জব্দ করা হয়। তবে কালো ব্যবসায়ী শৈলেশ কে আটকের ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স জানান, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)র তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৭৯ বস্তা কালো বাজারের চিনি জব্দ করা হয়েছে। এব্যাপারে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।