পূর্বধলায় এনএসআই’র তথ্যের ভিত্তিতে ৭৯ বস্তা ভারতীয় চিনি জব্দ

প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ , এপ্রিল ১৬, ২০২৩

পূর্বধলা (নেত্রকোনা) : নেত্রকোনার পূর্বধলায় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)র তথ্যের ভিত্তিতে ৭৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) রাত সাড়ে আটটায় উপজেলার পূর্বধলা সদর ইউনিয়নের পূর্বধলা পাট বাজারে শৈলেশের গোডাউন হতে তার উপস্থিতিতে কালো বাজারের চিনির বস্তা জব্দ করা হয়। অভিযান পরিচালনা করে পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স।

সূত্রে জানা গেছে, পূর্বধলা পাট বাজারে ব্যবসায়ী শৈলেশ কালো বাজারের ভারতীয় চিনি বিক্রয়ের উদ্দেশ্যে তার গোডাউনে মজুদ করে। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)র তথ্যের ভিত্তিতে পূর্বধলা থানা ও এনএসআই’র একটি টিমসহ উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স ওই শৈলেশের গোডাউনে অভিযান পরিচালনা করে ৭৯ বস্তা কালো বাজারের চিনি জব্দ করা হয়। তবে কালো ব্যবসায়ী শৈলেশ কে আটকের ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স জানান, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)র তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৭৯ বস্তা কালো বাজারের চিনি জব্দ করা হয়েছে। এব্যাপারে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com