পূর্বধলায় এক বৃদ্ধকে কু পিয়ে হাত পা বিচ্ছিন্ন করে হ ত্যা


পূর্বধলা প্রতিনিধি, নেত্রকোণা: নেত্রকোনার পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ইদ্রিছ আলী (৬৫) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হাত পা বিচ্ছিন্ন করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৭ আগস্ট) সন্ধ্যা অনুমান সাড়ে সাতটার দিকে উপজেলার আগিয়া ইউনিয়নের কালডোয়ার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইদ্রিছ আলী ওই কালডোয়ার গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘ দিন যাবত কালডোয়ার গ্রামের আক্কাছ আলী ও তার ছেলে মোস্তাফিজ এবং মিজানুর রহমান ওরফে বাবুদের সাথে ইদ্রিছ আলীর জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। রবিবার সন্ধ্যায় নামাজের উদ্দেশ্যে তিনি মসজিদে যাচ্ছিলেন। এসময় পূর্ব পরিকল্পিত ভাবে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তার পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাটু থেকে নিচ পর্যন্ত দুই পা ও ডান হাত বিচ্ছিন্ন করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শিবলী সাদিক ঘটনাস্থল পরিদর্শন করে জানান, দোষীদের আইনের আওতায় আনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পূর্ব হতেই উভয় পক্ষের মাঝে বিরোধ চলমান ছিল। ঘটনার দিন কোন প্রকার ঝগড়া হয়নি। পূর্ব পরিকল্পিত ভাবে ইদ্রিস আলীকে কুপিয়ে হাত পা বিচ্ছিন্ন করে হত্যা করা হয়েছে। ঘটনার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশ উদ্ধার করা হয়েছে। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলমান।