পূর্বধলায় একই পুকুরের পানিতে ডুবে মামা ভাগ্নির মৃত্যু
পূর্বধলা (নেত্রকেকানা) প্রতিনিধি : নেত্রকোনার পৃর্বধলায় বুধবার (২০ জুলাই) বিকাল ৩ঘটিকায় পুকুরের পানি ডুবে ফাহিম (৬) ও ঋতু আক্তার (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার হোগলা ইউনিয়নের হোগলা চলতিডহর গ্রামে এ ঘটনা ঘটে। ফাহিম ওই চলিতচহর গ্রামের আবুল কালাম এর ছেলে এবং ঋতু ময়মনসিংহের নান্দাইল উপজেলার আমিনুল হক এর মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে যানা যায়, ঋতু মামার বাড়িতে গত তিন বছর ধরে বসবাস করছে। তার বাবা মা দীর্ঘদিন ধরে ঢাকাতে বসবাস করেন, ঋতু স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী। দুপুরে মাদ্রাসা থেকে বাড়িতে গিয়ে ফাহিমকে নিয়ে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করতে আসে। এরপর খেলার চলে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। বিকাল তিনটার সময় ইয়াকুব আলীর ছেলে মেহেদী হাসান তুষার পুকুরপাড় দিয়ে যাওয়ার সময় দুজনকে ভাসমান অবস্থায় দেখতে পায়। ততক্ষণে দুজনেই আর বেঁচে নেই। ঋতু আবুল কালামের বড় ভাই আবুল হোসেনের মেয়ের নাতি হয়। দুজনের মৃত্যুতে এলাকায় শোকের মাতম ছড়িয়ে পড়েছে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসআই আবু রায়হান সঙ্গীয় ফোর্স পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া সুরতহাল রিপোর্ট শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।