পূর্বধলায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন জুয়েল, ভাইস চেয়ারম্যান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মনি রানী কর্মকার
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে উপজেলা চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এটিএম ফয়জুর সিরাজ জুয়েল (মোটর সাইকেল) প্রতীকে ৪৬ হাজার ৩২২ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান নয়ন পেয়েছেন ৩৬ হাজার ০৮ ভোট।
মঙ্গলবার (২১ মে) রাতে জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পরিষদের ফলাফল কক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কড়া নিরপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। যদিও ভোটার উপস্থিতি ছিলো কম।
ভাইস চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল আলী (বই) প্রতীকে ২৪ হাজার ৮৭০ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান মনি রানী কর্মকার (হাঁস) প্রতীকে ৩৫ হাজার ১৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ উপজেলায় নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
উপজেলায় মোট ভোটার সংখ্যা ২লাখ ৭৪ হাজার ৭০৫জন। তার মধ্যে ১লাখ ৭৪ হাজার ৫৬জন মহিলা ও ১লাখ ৪০ হাজার ৬৪৮ জন পুরুষ এবং একজন তৃতীয়লিঙ্গের ভোটার।