পূর্বধলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ২৪, ২০২৩
বিক্ষোভ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি এবং পাঠ্যপুস্তকে ধর্ম ও জাতিসত্ত্বা বিরোধী-বিতর্কিত বিষয়সমুহ বাতিল ও শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবীতে নেত্রকোণার পূর্বধলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র উদ্যোগে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়েছে। আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) বাদ জুমা পূর্বধলা সাব-রেজিস্ট্রার প্রঙ্গনে সারাদেশের ন্যায় এ কর্মসূচি পালন করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ’র পূর্বধলা উপজেলা শাখার সভাপতি মো: শামীম হোসেন এর সভাপতিত্বের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শাখার সহ সভাপতি মাও মো: সাদেকুল ইসলাম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক মাও মো: আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল রাশিদ, সহ সাংগঠনিক মাও মো: আমিনুল হক লিমন ও মাও মো: মাজহারুল ইসলাম সহ অনেকেই।

এসময় প্রধান অতিথি, দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি এবং পাঠ্যপুস্তকে ধর্ম ও জাতিসত্বা বিরোধী-বিতর্কিত বিষয়সমুহ বাতিল ও শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার বিষয়ে বক্তব্য শেষে দোয়া পাঠ করে কর্মসূচির সমাপ্ত ঘোষণা করেন।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com