পূর্বধলায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় বুধবার (৬ সেপ্টেম্বর) রাত ২.২০ ঘটিকায় ৯৬৫ পিস ইয়াবাসহ সোহেল (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করছে পুলিশ। উপজেলার বৈরাটি ইউনিয়নের নিজ আলমপুর গ্রামে রাস্তার উপর ইয়াবা বিক্রয়ের সময় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহেল ওই নিজ আলমপুর গ্রামের মোঃ কিতাব আলী’র ছেলে।
এজহার সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত সোহেল বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান ভাবে মাদক বিক্রয় করে আসছিল। বুধবার রাতে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস ফোর্স ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করেন। এসময় তার কাছ থেকে ৯৬৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
পূর্বধলা থানার অফিসার- ইন-চার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মোঃ হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স তাকে গ্রেপ্তার করেন। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে পূর্বধলা থানায় একটি নিয়মিত মামলা রুজু করে আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।