পূর্বধলায় ইউপি সদস্যের স্বামীকে মারধরের অভিযোগে মামলা

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ , এপ্রিল ১৫, ২০২৩

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য সোনিয়া বেগম এর স্বামী মোঃ রুকন উদ্দিন (৪৬) কে মারধরের অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এরশাদ হোসেন মালু’র ছেলে হিমেল মিয়া (২৮) কে প্রধান আসামি করে ছোট ভাই আব্দুল মালেক বাবুল (৫০) ও শহিদুল ইসলাম ফিরোজ (৪৫) এবং ফিরোজ এর ছেলে জোনায়েদ হোসেন শান্ত (২৭) ও জোবায়ের ইসলাম রাতুল (২১) কে আসামি করে থানায় একটি মামলা হয়েছে। গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার সময় উপজেলার বেড়াইল গ্রামে সংরক্ষিত মহিলা সদস্য সোনিয়া বেগমের বসত বাড়িতে এঘটনা ঘটে।

স্থানীয়রা এবং মামলার বরাত দিয়ে জানা যায়, দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধে রুকন উদ্দিনকে ভিটাবাড়ি থেকে উচ্ছেদ করার পাঁয়তারা করে আসছিল সাবেক উপজেলা চেয়ারম্যান এরশাদ হোসেন মালুসহ তার ছেলে, ভাই ভাতিজাগন। গত বৃহস্পতিবার ইউপি সদস্যের বাড়িতে প্রবেশ করে তার স্বামীর ওপর হামলা চালিয়ে মারধর করে এবং বসতঘর ও বসতঘরে থাকা আসবাবপত্র ভাঙচুর এবং নগদ টাকা স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়। এঘটনায় দোষেদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন ইউপি সদস্য সোনিয়া বেগম ।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এরশাদ হোসেন মালু বলেন, আমার গাছ কেটে নিয়েছে গেছে রুকন উদ্দিন। এব্যাপারে মামলা হয়েছে শুনেছি।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আগিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যে স্বামীকে মারধর ও বাড়ি ভাংচুরের ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com