পূর্বধলায় ইউপি সদস্যসহ ৬ জুয়ারি আটক
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় জুয়ার আসর থেকে হোগলা ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল কাদিরসহ ছয় জুয়াড়িকে আটক করেছে পুলিশ। রোববার ( ২৬ ফেব্রুয়ারি) রাত তিনটার দিকে উপজেলার জামিরাকান্দা বারাচাতল বিল থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা – উপজেলার জামিরাকান্দা গ্রামের মিরাজ আলী ফকিরের ছেলে হোগলা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কাদির (৪০), মৃত ধীরেন্দ্র চন্দ্র দাসের ছেলে অখিল চন্দ্র দাস (৪০) আব্দুল মজিদ এর ছেলে সবুজ (৩৫), হোগলা গ্রামের আব্দুল জলিল এর ছেলে নজরুল ইসলাম (৩৫) মৃত আব্দুল লতিফ এর ছেলে ইসলাম উদ্দিন (৪০), চলিতডহর গ্রামের মইজুদ্দিন সরকারের ছেলে দুলাল সরকার (৫০)।
পূর্বধলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সানোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ রাত ৩টার দিকে উপজেলার ২নং হোগলা ইউনিয়ন এর ৮ নম্বর ওয়ার্ডের জামিরাকান্দা বারাচাতল বিলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তারা জুয়ার আসরে মগ্ন ছিলেন। তখন ঘটনাস্থল থেকে টাস, চট, পুড়া মোমবাতি ও নগদ টাকাসহ ছয় জনকে আটক করা হয়। পরে তাদের নামে জোয়ার আইনে নিয়মিত মামলা রজু করে কোর্টে প্রেরণ করা হয়েছে।