পূর্বধলায় আহমদ হোসেনের অনুপ্রেরণায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন যুবলীগ নেতাকর্মীরা

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ , মে ২, ২০২৩

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর আহবানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের অনুপ্রেরণায় নেত্রকোনার পূর্বধলায় কৃষকের ৮০ শতাংশ জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিলেন উপজেলা যুবলীগের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (২ মে) উপজেলার পূর্বধলা সদর ইউনিয়নের পূর্বধলা রাজপাড়া গ্রামের কৃষক মোঃ বুলবুল ইসলামের জমিতে ধান কাটা হয়।

সরেজমিনে স্থানীয় সূত্রে জানা গেছে, তীব্র গরমে শ্রমিক ও আর্থিক  সংকটের কারণে কৃষক মোঃ বুলবুল ইসলামের ক্ষেতের পাকা ধান কাটতে পারছিলেন না। এনিয়ে তার মাঝে দুশ্চিন্তা হচ্ছিল। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন খবর পেয়ে উপজেলা যুবলীগের নেতাকর্মীদের উক্ত ধান কেটে ঘরে তুলে দেওয়ার পরামর্শ দেন।
কৃষক মোঃ বুলবুল ইসলাম জানান, প্রচুর রোদে শ্রমিকরা কাজ করতে চাচ্ছে না। যারা কাজ করবে বলে তারা বেশি পারিশ্রমিক চাচ্ছে। বেশি পারিশ্রমিক দিয়ে ধান কাটাতে গেলে লাভের মুখ দেখা অসম্ভব হয়ে পড়বে। কয়েকদিন আগেই ধান কাটার কথা ছিল। কিন্তু কাটা সম্ভব হয়নি। বিষয়টি যুবলীগ নেতাকর্মীরা জানতে পেরে ক্ষেতের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন।

নেতাকর্মীরা জানান, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর আহবানে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের অনুপ্রেরণায় অসহায় গরীব কৃষকদের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেওয়ার কর্মসূচীর আলোকে আজকের এই ধান কাটা কার্যক্রম শুরু হয়েছে। এই ধারাবাহিকতা ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত উপজেলার প্রতিটা ইউনিয়নের অব্যাহত থাকবে।

উপজেলা যুবলীগের সভাপতি পদ প্রার্থী মুকুল কায়সার আকন্দের নেতৃত্বে, এসময় ধান কাটায় অংশ গ্রহণ করেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা  সারোয়ার হোসেন খোকন, সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা নজরুল ইসলাম মন্ডল (মনি), যুবলীগ নেতা আনিছুর রহমান রুবেল, আবুল বাশার বাদশাহ, হাবিবুল্লাহ হাবুল, নাজিম উদ্দীন, গোহালাকান্দা ইউপি সদস্য দিদারুল ইসলাম শামীম, সাগর আহমেদ, রাব্বীল আহমেদ, সাইফুল ইসলাম, দুলাল মিয়া প্রমুখ।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com