পূর্বধলায় আরবান নারী জাগরণের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত
পূর্বধলা,(নেত্রকোনা) প্রতিনিধি : ‘‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার পূর্বধলায় আজ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারী অধিকার আন্দোলনের ইতিহাসে আন্তর্জাতিক নারী দিবস একটি বিশেষ দিন। নারীর প্রতি সম্মান, শ্রদ্ধা প্রদর্শন, নারীর রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অবদান এবং জেন্ডার বৈষম্য দূরীকরণে সচেতনতা সৃষ্টির জন্য দিবসটি উদযাপন করা হয়। নারীর বহুমূখী অর্জন ও ক্ষমতায়নের প্রতীক, আরবান নারী জাগরণের আয়োজনে ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সহযোগিতায় আরবান একাডেমির হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় আরবানের নির্বাহী পরিচালক ও পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান এর সভাপতিত্বে সোহাদা মেহজাবিন এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: জায়েজুৃল ইসলাম।
এছাড়াও সুধীজনদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকি মামুন, পূর্বধলা প্রেসক্লাবের সহ-সভাপতি জুলফিকার আলী শাহীন, পূর্বধলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক জাকির আহমেদ খান কামাল, ইকরা প্রতিদিনের সম্পাদক শফিকুজ্জামান শফিক, মৌদাম সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, দৈনিক আমার সমাচারের সম্পাদক ও প্রকাশক মো: এমদাদুল ইসলাম সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সেক্টরের নারী সংগঠনের প্রতিনিধি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, মানুষ হিসেবে একজন নারীর পরিপূর্ণ অধিকারের দাবিতে সুদীর্ঘকালের আন্দোলনের স্মারক হলো আন্তর্জাতিক নারী দিবস। শতবর্ষের বেশি সময় ধরে চলমান নারী অধিকার আদায়ের সংগ্রাম প্রতিদিনই যোগ করে চলেছে নতুন মাত্রা। এই দিন বিশ্বব্যাপী সকল প্রকার শোষণ, বৈষম্য ও অত্যাচারের বিরুদ্ধে নারীদের অধিকার আর মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে নেয়ার শপথের দিন।