পূর্বধলায় আরবান এর উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

প্রকাশিত: ২:৩২ পূর্বাহ্ণ , মে ২, ২০২২
ঈদ উপহার সামগ্রী বিতরণ

পূর্বধলা প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেত্রকোণা জেলার পূর্বধলায় রবিবার (১ লা এপ্রিল) আরবান একাডেমি চত্বর প্রাঙ্গণে একটিভিটি ফর রিফরমেশন অব বেসিক নীডস- আরবান এর উদ্যোগে অসহায় গরীব দুঃখীদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী হিসেবে সেমাই, চিনি, সয়াবিন তেল, আতপ চাল, লবন, পেঁয়াজ, আলু ও গায়ে মাখার সাবান এবং কাপড় কাচার সাবান বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন একটিভিটি ফর রিফরমেশন অব বেসিক নীডস- আরবান এর নির্বাহী পরিচালক সৈয়দ আরিফুজ্জামান। আরবানের কোঅর্ডিনেটর আবুল আরশাদ, প্রকল্প সমন্বয়কারি সুহাদা মেহজাবিন, আরবান আইটির ম্যানেজার মোস্তাক আহমেদ খান, জিয়াউর রহমান সহ অন্যান্য সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় ডিজিটাল সমাজ বির্নিমাণের অংশ হিসেবে আরবান ২০০২ সাল থেকে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ও তৃণমূল পর্যায়ে প্রয়োজনীয় প্রযুক্তি পণ্যের ব্যবহারের মাধ্যমে বিশেষ করে যুবসম্প্রদায়কে প্রশিক্ষিত করে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে আরবান। আরবান কর্ম এলাকায় ডিজিটাল শিক্ষা, এম-স্বাস্থ্য সেবা, ডিজিটাল এ্যাপ্লিকেশন তৈরি, আইসিটি এ্যান্ড ইংলিশ ক্লাব, তথ্য ও সেবা কেন্দ্র পরিচালনা, কম্পিউটার লিটারেসি প্রোগ্রাম, ই-কৃষি, উদ্যোক্তা উন্নয়ন, ক্ষুদ্র ও কুটীর শিল্প, সামাজিক বনায়ন, নিরাপদ পানি ও স্যানিটেশন, ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর জীবন-মান উন্নয়ন ও আয়বর্ধক কর্মসূচি বাস্তবায়ন করছে। এছাড়াও করোনা পরিস্থিতিতে আরবান খাদ্য সহায়তা ও স্বাস্থ্য উপকরণ বিতরণসহ বিভিন্ন ধরণের কর্মসূচী বাস্তবায়ন করছে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com