পূর্বধলায় “আরবান একাডেমি ” এর আয়োজনে বিনামূল্যে চক্ষু শিবির
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় “আরবান একাডেমি ” এর আয়োজনে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) উপজেলার পূর্বধলা আরবান একাডেমিতে দিনব্যাপী প্রায় তিন শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক সৈয়দ মারুফুজ্জামান রাসেল তত্বাবধানে ও নেত্রকোণা বি.এন.এস বি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আরবান একাডেমির প্রিন্সিপাল সৈয়দ আরিফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান। এসময় উপস্থিত ছিলেন, আরবান একাডেমির ভাইস প্রিন্সিপাল মো: ফিরোজ মিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ হাসানুজ্জামান রাফি, আরবানের কো অর্ডিনেটর সুহাদা মেহজাবিন, প্রতিদিনের সংবাদ এর উপজেলা প্রতিনিধি আল মনসুর, আজকের আরবানের স্টাফ রিপোর্টার নাহিদ আলম, আজকের আরবানের নেত্রকোনা জেলা প্রতিনিধি মো: আরিফুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান বলেন, চোখ মানবজীবনের অপরিহার্য অঙ্গ। কাজ ও অন্যান্য ব্যস্ততায় অনেক সময় চোখের সঠিক যত্ন নেওয়া হয় না। নিয়মিত চোখ পরীক্ষা ও চেকআপ না করায় চোখের অপূরণীয় ক্ষতি হয়। নিজেদের অবহেলা ও অযত্নের কারণে চোখের ক্ষতি করে চিকিৎসকের শরণাপন্ন হলে তখন ঠিক মতো চিকিৎসা ও উপকার পাওয়ার সম্ভাবনা কম। পূর্বধলায় এ ধরনের ফ্রি চক্ষু চিকিৎসার আয়োজন করায় তিনি আরবান একাডেমিকে ধন্যবাদ জানান।