পূর্বধলায় আন্ত: নগর ট্রেনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ , জুন ২৬, ২০২৩

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : ঢাকা থেকে নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া-ঝানজাইল পর্যন্ত রেল লাইনে একটি একটি আন্ত:নগর ট্রেনের দাবীতে আজ সোমবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পূর্বধলা হেল্প লাইন ও পূর্বধলা-দুর্গাপুর উপজেলার সচেতন নাগরিকের ব্যানারে উপজেলার পূর্বধলা রেলস্টেশন চত্বরে এক ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মানবন্ধনের সাথে একাত্বতা পোষণ করেন বক্তব্য রাখেন, পূর্বধলা থানার ওসি মো: সাইফুল ইসলাম, পূর্বধলা সরকারি কলেজের প্রভাষক মো: এমদাদুল হক বাবুল, পূর্বধলা প্রেসক্লাবের সহ সভাপতি মো: জুলফিকার আলী শাহীন, মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, যুবলীগ নেতা শহিদুল ইসলাম আঙ্গুর, পূর্বধলা সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আবু হানিফ তালুকদার রাসেল,

পূর্বধলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: জায়েজুল ইসলাম, পূর্বধলা হেল্পলাইনের ক্রিয়েটর এডমিন কেবিএম নোমান শাহরিয়ার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বদরুল আলম ঝুমন, পূর্বধলা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশরাক আহমেদ তাইফ প্রমুখ।

সঞ্চালনায় ছিলেন পূর্বধলা হেল্পলাইনের এডমিন ও পূর্বধলা সরকারী কলেজের প্রভাষক মোহাম্মদ আলী জুয়েল। এ সময় বক্তারা বলেন, এই লাইনে একটি আন্ত:নগর ট্রেনের অভাবে পূর্বধলা, দুর্গাপুর, কলমাকান্দা, ধোবাউড়া এই চার উপজেলার হাজার হাজার যাত্রীকে ঢাকা যাতায়তের জন্য সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। তাই অবিলম্বে ঢাকা থেকে জারিয়া ঝানজাইল পর্যন্ত একটি আন্ত:নগর ট্রেন চালুর দাবী জানান তারা।

মানববন্ধন শেষে বাংলাদেশ রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তা বরাবর লিখিত একটি স্মারকলিপ উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স ও ঢাকাগামী বালাকা ট্রেনের পরিচালক মো: জামিল এর হাতে তুলে দেওয়া হয়।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com