পূর্বধলায় আওয়ামী লীগ’র ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এঁর ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ শুক্রবার (২৩ জুন) বিকেলে এ উপলক্ষে পূর্বধলা উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা জুলফিকার আলী শাহীন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমীন সুলতানা সুমি আকন্দ,
হোগলা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বৈরাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মাসুম, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সারোয়ার জাহান রাসেল, উপজেলা যুবলীগ নেতা কসম উদ্দিন, মোফাজ্জল হোসেন, আনিসুর রহমান জুয়েল, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আকিকুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র সরকার প্রমুখ।