পূর্বধলায় আওয়ামী লীগ’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:০৮ পূর্বাহ্ণ , জুলাই ২১, ২০২৩

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোণার পূর্বধলায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২০ জুলাই ) বিকেলে উপজেলার ঘাগড়া ইউনিয়নের খাটুয়াড়ী আদর্শ বাজারে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

পূর্বধলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির এর সভাপতিত্বে যুবলীগ নেতা শেখ ফরিদ আহমেদ রাজীব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, নেত্রকোনা-৫ (পূ্র্বধলা) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সহ-সভাপতি এবং রোজা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাজহারুল ইসলাম সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা ও বিজয়পুর স্থল বন্দর উন্নয়ন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আজিজ। অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আরশাদ, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আরশাদ শেখ, উপজেলা যুবলীগ নেতা ও রোজা ফাউন্ডেশনের সভাপতি রুবেল হাসান, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পূ্র্বধলা উপজেলা শাখার আহ্বায়ক শাহিনুল ইসলাম শাহীন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুল হাসান রাকিব, উপজেলা ছাত্রলীগের বেলায়েত হোসেন রাজন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাহাবিব ইসলাম রাব্বি প্রমুখ।

নেতারা নয়, কর্মীরাই আওয়ামী লীগের বড় শক্তি বলে মন্তব্য করেছেন নেত্রকোনা-৫ (পূ্র্বধলা) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সহ-সভাপতি এবং রোজা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাজহারুল ইসলাম সোহেল। তিনি বলেন, তৃণমূল কর্মীরা কখনোই কোনও ভুল করেননি। ১৯৭০ এর নির্বাচনে তৃণমূল কর্মীরা আওয়ামী লীগকে বিজয়ী করেছিল বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এর পর একটা অপশক্তি ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দীর্ঘ সময় আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখে। ১৯৮১ সালে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশের মানুষের জন্য সকল প্রতিকূলতা কাটিয়ে দেশে ফিরে আসেন এই তৃনমুল নেতৃবৃন্দের ভালোবাসায়। ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করে এই তৃনমুল কর্মীদের ভোটে। তৃণমূল কর্মীদের হাত ধরেই ২০০৮ সাল থেকে আওয়ামী লীগ সরকার গঠন করে অদ্যাবধি বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন সফল রাস্ট্র নায়ক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেতারা নয়, কর্মীরাই আওয়ামী লীগের বড় শক্তি।’

প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিভিন্ন সময়ে তৃণমূল কর্মীরা আওয়ামী লীগকে বিজয়ী করতে ভোট দেওয়ার পাশাপাশি অক্লান্ত পরিশ্রম করেছিল বলেই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী দেশকে যে উন্নয়নের পথে নিয়ে চলেছেন তার জন্য আন্তর্জাতিক মহলে বাংলাদেশের সম্মান বেড়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর অসমাপ্ত কাজ শেষ করার জন্য আগামী দ্বাদশ নির্বাচনে নৌকার বিজয় প্রয়োজন।

প্রধান অতিথির বক্তব্য শেষে নিজস্ব অর্থায়নে, ঘাগড়া ইউনিয়নে বিভিন্ন মসজিদ-মাদরাসায় নগদ অর্থ ও টিউবওয়েল এবং খাটুয়ারী বাজারে বাথরুম বিতরণসহ এলাকার গরীর অসহায়দের মাঝে নগদ অর্থ এবং টিউবওয়েল এর ব্যবস্থা করে দেন। তিনি উপজেলার প্রত্যেকটি মসজিদে অনুদান দিয়ে সহযোগীতা করতে চান।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com