পূর্বধলায় আইএফআইসি (IFIC) ব্যাংক শাখা উদ্বোধন


আল মুনসুর : নেত্রকোনার পূর্বধলায় বেসরকারী ব্যাংক আইএফআইসি’র পূর্বধলা উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ জুন) বেলা সাড়ে ১১ঘটিকায় উপজেলা সদরের থানা রোড পল্লী বিদ্যুৎ জোনাল অফিস সংলগ্ন এ উপ-শাখার উদ্বোধন করা হয়।
আইএফআইসি ময়মনসিংহ শাখার ব্রাঞ্চ ম্যানেজার সাফায়েতুল ইসলাম এর সভাপতিত্বে, পূর্বধলা উপ-শাখার ইনচার্জ মাহফুজুল আজাদ’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। এসময় অনুষ্ঠানের বক্তব্য রাখেন, পূর্বধলা বাজার বণিক সমিতির সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ, সাধারণ সম্পাদক মোঃ সাইফুদ্দিন শাহীন, সাংগঠনিক সম্পাদক মোঃ রাহাত, অর্থ সম্পাদক বাবু বিশ্বজিৎ রায় চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আল আমিনসহ পূর্বধলা বাজারের বণিক সমিতির নেতৃবৃন্দ সহ পূর্বধলা বাজারের ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
এসময় অনুষ্ঠানের সভাপতি ও আইএফআইসি ব্যাংক ময়মনসিংহ শাখার ব্রাঞ্চ ম্যানেজার সাফায়েতুল ইসলাম আইএফআইসি ব্যাংকের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, অন্যান্য ব্যাংকের চেয়ে এ ব্যাংক গ্রাহকদের বেশি সুবিধা প্রদান করবে। গ্রাহকদের হিসাব খোলার ক্ষেত্রে কোন সার্ভিস চার্জ কর্তন করা হবে না। বরং প্রতিটি হিসাবের অনুকুলে রাখা টাকার প্রতিদিন লাভ্যংশ দেয়া হবে। স্বল্প সুদে দেয়া হবে গৃহ ও বাণিজ্যিক প্রতিষ্ঠান নির্মাণের ঋণ। তাছাড়াও অত্র এলাকার ব্যবসা বাণিজ্য গতিশীল করার ক্ষেত্রে এ ব্যাংক অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পূর্বধলা জামে মসজিদের ইমাম হাফেজ মাও. আলহাজ্ব নূর মোহাম্মদ।