পূর্বধলায় অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলায় ব্যাটারী চালিত অটোরিকশার নিচে চাপা পড়ে আবু সাইদ (৬) নামে এক শিশুর নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জুন ) বিকাল ৩টার দিকে উপজেলার জারিয়া ইউনিয়নের পূর্ব মৌদার গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাইদ ওই পূর্ব মৌদাম গ্রামের আনিছুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশে রাস্তায় শিশু আবু সাইদ খেলা করছিল। অটো রিকসা চালক অটো চালিয়ে উপজেলার মৌদাম টু বাড়হা পাকা রাস্তা দিয়ে বাড়হা যাচ্ছিল। এসময় ওই দ্রুতগামী অটোটি শিশু আবু সাইদ কে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আবু সাইদকে মৃত ঘোষণা করেন।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। লাশ সুরাতহাল শেষে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।