পূর্বধলায় অজ্ঞাত নারীর লাশের পরিচয় পাওয়া গেছে
মোঃ আল মুনসুর : নেত্রকোনার পূর্বধলায় পাবই দাসপাড়া গ্রামস্থ শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পশ্চিমপাশে কলা গাছের ঝোঁপ থেকে গতকাল শনিবার (১৯ নভেম্বর) উদ্ধার করা অজ্ঞাতনামা নারীর লাশটির পরিচয় পাওয়া গেছে। তার নাম কমলা খাতুন (২৬) বলে জানা গেছে। তিনি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের রাত্রা গ্রামের মাহতাব উদ্দিনের মেয়ে এবং পেশায় একজন গার্মেন্ট কর্মী ছিলেন। পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি আরো জানান, ওই দুর্গাপুর উপজেলার রামবাড়ী গ্রামের হিমেলের সহিত বিবাহ হয় কমলা খাতুনের। ০২ বছর পূর্বে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। পরে কমলা খাতুন ঢাকায় একটি গার্মেন্টে কাজ করতো। ছুটিতে এসে গত শুক্রবার (১৮ নভেম্বর) কমলা নিজ বাড়ি হতে ডাক্তার দেখানোর কথা বলে বের হলে আর বাড়িতে ফিরে আসে নি। পূর্বধলা থানা পুলিশের মাধ্যমে খবর পেয়ে তারা জানতে পেরেছে তাদের মেয়েকে কে বা কাহারা হত্যা করেছে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করা হয়। তার পেটে বড় ধরনের ছুরিকাঘাত রয়েছে এবং পেটের ভুরি বের হয়ে গেছে। ধারনা করা হচ্ছে তাকে অন্য কোথাও হত্যা করে রাতে কোন এক সময় লাশ এখানে ফেলে রেখে গেছে। এ ঘটনার খবর পেয়ে এএসপি (প্রশাসন) ফকরুজ্জামান জুয়েলসহ এএসপি (সদর সার্কেল) মোর্শেদা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন।
সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আসামী গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে।