পূর্বধলাবাসীকে পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও শেখ জাহিদ হাসান প্রিন্স

প্রকাশিত: ১:৫৯ পূর্বাহ্ণ , জুলাই ৯, ২০২২
পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা

দৈনিক প্রতিবাদ ডটকম ডেস্ক;
আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স

তিনি ঈদের শুভেচ্ছা বার্তাতে পূর্বধলা উপজেলাবাসীর সকলকেই পবিত্র ঈদ-উল আযহা’র শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে বলেন, ঈদুল-আযহা মানেই ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়া, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপমের শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমই হচ্ছে ঈদ, ঈদ মানেই শান্তি, ঈদ মানেই আনন্দ।

প্রতি বছরের ন্যায় এবারের ঈদেও ধনী-গরীব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং আগামী দিনগুলো সবার জন্য সত্য ও সুন্দর হোক-হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক এটাই হোক এবারের পবিত্র ঈদ উৎসবের ঐকান্তিক কামনা।

উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স আরও বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া বৈশিক মহামারি প্রাণঘাতি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ভয়াবহ এখনও কমেছি। বরং সংক্রমণ বাড়তেছে। তাই আমরা সকলেই এই মহামারি থেকে রক্ষা পেতে সরকারি বিধি নিষেধ সুষ্টুভাবে মেনে চলা উচিৎ।

সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি নির্দেশনা স্বাস্থ্য বিধি মেনে পূর্বধলা উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ উদযাপন করার আহ্বান জানিয়ে সবাইকে পবিত্র ঈদুল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স।
ঈদ মোবারক।

শুভেচ্ছান্তেঃ- শেখ জাহিদ হাসান প্রিন্স
“উপজেলা নির্বাহী অফিসার” পূর্বধলা, নেত্রকোনা।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com