পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি’র সভাপতি আসাদুজ্জামান খাঁন নয়ন

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ , নভেম্বর ২৫, ২০২১

অলিউল্লাহ শেখ: কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের ঐতিহ্যবাহী পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আসাদুজ্জামান খাঁন নয়ন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত গত ২৪ নভেম্বরের প্রজ্ঞাপনে এ মনোনয়ন দেওয়া হয়।

এছাড়াও তিনি জিনারী ইউনিয়ন আ’লীগের (১) যুগ্ম সাধারণ সম্পাদক পদ নিয়ে কমিটির সাথে যুক্ত আছেন। আসাদুজ্জামান খাঁন নয়ন এর পিতা বীরমুক্তিযোদ্ধা মরহুম সোহরাব উদ্দিন খাঁন অত্র ইউনিয়ন থেকে ৪ মেয়াদের সফল চেয়ারম্যান ছিলেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনকল্যাণমূলক সংস্থা গড়ে তোলেন।

এদিকে আসাদুজ্জামান খাঁন নয়ন বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় এলাকার বিভিন্ন সামাজিক মাধ্যম, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে। বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব প্রদান করায় কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সবার কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন আসাদুজ্জামান খাঁন নয়ন ।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com