পাপড়ী রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে ভাসমান শীতার্তদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ


পূর্বধলা(নেত্রকোনা) প্রতিনিধি: বে-সরকারি সাহায্য সংস্থা পাপড়ী রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে আজ (২৫ ডিসেম্বর) অসহায়, ভাসমান হত-দরিদ্র, মাদ্রাসা শিক্ষার্থী, দুস্থ শীতার্ত মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন।শুক্রবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত ময়মনসিংহ রেল সেস্টন থেকে শুরু করে মোহনগজ্ঞ পর্যন্ত ১৪টি সেস্টনে ২৫০ জনের মধ্যে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন।
এ সময় পাপড়ী রক্তদান ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন ,উপদেষ্টা জহিরুল ইসলাম অসীম, রফিকুল ইসলাম রফিক,সিনিয়র মহাপরিচালক ইন্জিনিয়ার আফজাল হোসেন,কেন্দ্রীয় কমিটির সভাপতি এনামুল হক মিলন,কেন্দ্রীয় কমিটির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ,নেত্রকোনা জেলা কমিটির চিকিৎসা বিষয়ক সম্পাদক হৃদয় তালুকদার,পূর্বধলা উপজেলা কমিটির,সহ সভাপতি মোঃ পিয়াল হাসান,সাংগঠনিক সম্পাদক মুরছালিন আহমেদ,সহ সাংগঠনিক সম্পাদক ফাহিম আলম,রক্ত বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রাকিব,গৌরীপুর উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ সাকিব আল হাসান,আলী আহম্মদ সবুজ প্রমূখ। পাপড়ী রক্তদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জর্ডান প্রবাসি ফিরুজ সাঁই বলেন ,সাপ্তাহব্যাপী কম্বল বিতরণ করা হবে।