পাটক্ষেত হতে নিখোঁজ অটোচালকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ , জুন ১০, ২০২১

আব্দুর রহমান, নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদন উপজেলায় নিখোঁজের তিন দিন পর রিজান (১৮) নামে এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রিজান মদন পৌরসভার পূর্ব জাহাঙ্গীরপুর গ্রামের অটোচালক শাহ আলমের ছেলে। বৃহস্পতিবার বিকালে উপজেলার কাইটাইল ইউনিয়নের বটতলা বাড়রী সড়কের খাগুরিয়া গ্রামের সামনে পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা মর্গে পাঠানো হয়েছে।

নিহতের বাবা শাহ আলম জানান, গত মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে অটো নিয়ে বের হওয়ার পর সে রাতে বাড়ি ফিরেনি। অনেক খুঁজাখুজির পর বটতলা বাজারের পাশে বুধবার অটোরিক্সাটি ব্যাটারী বিহীন অবস্থায় পাওয়া যায়। তার সন্ধানে মাইকিং করাকালীন খাগুরিয়া গ্রামের সামনে পাটক্ষেতে একটি যুবকের লাশ পাওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমি রিজানের লাশ সনাক্ত করি। অটোর ব্যাটারী নিয়ে দুর্বৃত্তরা আমার ছেলেকে হত্যা করে পাট ক্ষেতে ফেলে রেখেছে। আমি এর ন্যায় বিচার চাই।মদন থানার এসআই হাবিবুর রহমান জানান, ঘটনাস্থলে আসলে নিহতের পিতা শাহ আলম তার নিখোঁজ ছেলের লাশ সনাক্ত করেন। লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোণা মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রস্তুতি চলছে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com