পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ণ , ফেব্রুয়ারি ৪, ২০২১

০১। প্রার্থীগণকে নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে। নির্ধারিত আবেদন ফরমটি এবং অক্র বিজ্ঞপ্তি ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন-এর ওয়েবসাইট www.sfdf.org.bd 44 a Gma o aaa ReTCOA SCRIRE www.rdcd.gov.bd-e leat RII ০২। প্রার্থীগণকে আবেদন ফরম-এর সাথে (ক) সদ্য তােলা পাসপাের্ট আকারের ০৩ (তিন) কপি সত্যায়িত ছবি; (খ) বয়স প্রমাণের জন্য শিক্ষাবাের্ড কর্তৃক প্রদত্ত এস,এস,সি/সমমানের পরীক্ষার মূল/সাময়িক সনদপত্রের সত্যায়িত কপি: (গ) স্থায়ী ঠিকানার সমর্থনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র অথবা কাউন্সিলর/সিটি কর্পোরেশনের কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি (মূলকপি মৌখিক পরীক্ষার সময়): (ঘ) বাংলাদেশ বার কাউন্সিলের সনদপত্রের সত্যায়িত কপি (মুলকপি মৌখিক পরীক্ষার সময়) এবং (ঙ) অভিজ্ঞতা প্রমাণের জন্য অভিজ্ঞতার সার্টিফিকেট দাখিল করতে হবে (প্রযােজ্য ক্ষেত্রে)।

০৩। প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় (ক্) সকল শিক্ষাপত যােগ্যতার মুলসাময়িক সনদপত্রের সত্যায়িত কপিসহ মূল কপি; (খ) জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপিসহ মুল কপি; (গ) বাংলাদেশ বার কাউন্সিলের সনদপত্রের সত্যায়িত কপিসহ মূল কপি: (ঘ) অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপিসহ মূল কপি (প্রযােজ্য ক্ষেত্রে); (ও) একজন প্রথম শ্রেণীর কর্মকর্তার প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি উপস্থাপন করতে হবে। আবেদন ফরম-এর সাথে ১ নং ক্রমিকের প্রার্থীদের ৪০০/- (চারশত) টাকা ও ২নং ক্রমিকের প্রার্থীদের ২৫০/- (দুইশত পঞ্চাশ) টাকার অফেরৎযােগ্য পােষ্টাল অর্ডার ব্যবস্থাপনা পরিচালক, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন-এর নামে প্রেরণ করতে হবে। ০৫। প্রার্থীদেরকে ২৮।০২।২০২১ তারিখের মধ্যে অফিস চলাকালে ফাউন্ডশনের ব্যবস্থাপনা পরিচালক, শ্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন, প্রধান কার্যালয়, পল্লী ভবন (৭ম তলা), ৫, কাওরান বাজার, ঢাকা-১২১৫ বরাবর দরখাস্ত রেজিষ্টার্ড ডাকযােগকুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে। চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত তারিখের মধ্যে দরখাস্ত প্রেরণ করতে হবে। ০৬। প্রার্থীকে খামের উপর প্রার্থীত পদের নাম ও নিজ জেলা লিখতে হবে। অসম্পূর্ণ দরখান্ত বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য নিয়ােগ কার্যক্রমের যে কোন পর্যায়ে বা নিয়ােগদানের পরেও অসত্য/তুটিপূর্ণ/ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত/নির্বাচন/নিয়ােগ সরাসরি বাতিল বলে গণ্য হবে। প্রাপ্ত দরখান্তসমূহ বাছাইয়ের পর প্রাথমিকভাবে যােগ্য প্রার্থীদেরকে লিখিত পরীক্ষার স্থান, সময় ও তারিখ ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন-এর ওয়বসাইট এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ওয়েবসাইটের মাধ্যমে অবহিত করা হবে এবং প্রবেশপত্র প্রার্থীর বর্তমান ঠিকানা (Mailing Address)-এ প্রেরুণ করা হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ দেয়া হবে না। ০৮। নিয়ােগকালে বিজ্ঞাপিত পদসংখ্যা হাস/বৃদ্ধি, যে কোন শর্ত পরিবর্তন, পরিমার্জন বা বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। নিয়ােগ সংক্রান্ত সকল বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তহ চুড়ান্ত বলে গণ্য হবে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com