পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর আলম


দৈনিক প্রতিবাদ ডেস্ক: পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পূর্বধলা উপজেলা সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, বাংলাদেশ অটোরিকশা শ্রমিক লীগ গভঃ রেজিঃ নং ২০৪৪ এর পূর্বধলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক, জনাব জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে পবিত্র ঈদ উল ফিতর মানুষের মাঝে নিয়ে এসেছে এক অনাবিল আনন্দ। পবিত্র ঈদ উল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি। পবিত্র ঈদ উল ফিতর আমাদের ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সব মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়। বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে সমাজের বিত্তবানদের উচিত অসহায়-গরীবদের পাশে দাঁড়ানো, সঠিক ভাবে তাদের যাকাত আদায় করে সুবিধাভোগীদের যথাসাধ্য সাহায্য করা। যাতে তারাও আনন্দ-উল্লাসের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে।
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পূর্বধলা উপজেলার সর্বস্তরের মেহনতি শ্রমিক জনতাকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক
শুভেচ্ছান্তে,
মোঃ জাহাঙ্গীর আলম
অটোরিকশা শ্রমিক লীগ, সাধারণ সম্পাদক,
পূর্বধলা উপজেলা শাখা, পূর্বধলা, নেত্রকোণা।