পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম

প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ , জুলাই ৯, ২০২২
শুভেচ্ছান্তে: ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম

দৈনিক প্রতিবাদ ডটকম ডেস্ক;

আসন্ন পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে পূর্বধলা উপজেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন নেত্রকোনা জেলার পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম।

এক বার্তায় ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঈদ উল আযহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। পবিত্র ঈদ উল আযহা মুসলমানদের নিবির ভ্রাতৃত্ববোধে সৃষ্টি করে। সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের ভাগাভাগি করে নিতে হবে। তাই ঈদ উল আযহার শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, পবিত্র এই দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা। পবিত্র ঈদ উল আযহায় আমি এই কামনা করি। দূরে নয় হৃদয়ে সবই এক এক আপনজন এ কথা স্মরণ হোক খুশির প্রতিটি পলকে।

মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে। ‘ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারি হিসেবে সারাবিশ্বে ছড়িয়ে পড়ুক, বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যে-পবিত্র ঈদ উল আযহায়। সেই সাথে ঈদুল আযহার দীর্ঘ এই ছুটিতে আইন-শৃঙ্খলা বজায় রেখে সবাই চলাচল করবো এটাই প্রত্যাশা করি। ঈদ মোবারক।

শুভেচ্ছান্তেঃ-
মোহাম্মদ সাইফুল ইসলাম
অফিসার ইনচার্জ
পূর্বধলা থানা, নেত্রকোনা।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com