পবিত্র আল কুরআন অবমা.ননার প্রতি.বাদে নেত্রকোনায় বিক্ষো.ভ মিছিল
নেত্রকোনা প্রতিনিধি: সুইডেনে রাস্ট্রীয় পৃষ্ঠপুষকতায় মহাগ্রন্হ আল-কুরআন পোড়ানোর প্রতিবাদে নেত্রকোনায় আজ (০৭ জুলাই) শুক্রবার বাদ জুমা সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ এর আহবানে জেলা শহরের বারহাট্টা রোডস্থ জামিয়া মিফতাহুল উলুম মাদরাসার সামনে থেকে এক বিশাল প্রতিবাদি মিছিল ও সমাবেশ জেলা সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের আহবায়ক মাওলানা গাজী মুহাম্মাদ আবদুর রহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ রাস্তা আখরাড় মোড়, বড়বাজার, শহীদ মিনার হয়ে প্রেসক্লাবে সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। এ সময় প্রতিবাদ মিছিলে আলেম ওলামা ছাড়াও ধর্মপ্রাণ মুসল্লীরা অংশ নেন। এসময় পবিত্র কুরআন শরীফে আগুন দেওয়ার ঘটনার নিন্দা জানিয়ে বক্তারা বলেন, গত ২৮ জুন বুধবার সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে মহাগ্রস্থ আল-কুরআন পোড়ানো হয়েছে। এ ঘটনায় সারা বিশ্বের মুসলিমদের অন্তরে আঘাত হেনেছে, প্রতিবাদে সারা বিশ্বের মুসলিমরা সোচ্চার হয়েছে। অবিলম্বে সুইডেনকে বিশ্ব মুসলিমদের ক্ষমা চাইতে হবে। অন্যথায় শতকরা ৯২ ভাগ কুরআন প্রেমিকদের এই বাংলাদেশে সুইডেনের দুতাবাস রাখতে দেওয়া হবেনা ইনশাআল্লাহ।
এসময় বক্তব্য রাখেন, পীরে কামেল মাওলানা আমীন বীন মুসলিম, মাওলানা মাসুম আহমাদ, মাওলানা মোস্তাফা জীহাদী, মুফতি তরিকুল ইসলাম আল আদিব, হাফেজ মাওলানা আনোয়ার শাহ, মাওলানা হযরত আলী, মাওলানা আবু জাফর জাফরী, মাওলানা রাসেল আহমাদ, মাওলানা মুহাম্মদুলুল্লাহ নাইম, মাওলানা মোতালিব ফয়েজী, মুফতি আব্দুল্লাহ্, হাফেজ কারী আরিফ বিল্লাহ্ হাফেজ কারী রবিন মুন্না, মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ।