নৌ-দূর্ঘটনা রোধে জেলা প্রশাসকের মতবিনিময় ও সুরক্ষা সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ , জুন ১২, ২০২১

আব্দুর রহমান, নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে নৌ দূর্ঘটনা রোধে নৌ-চালক, মালিক ও ঘাট ইজারাদারের সাথে মতবিনিময় সভা ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার( ১২ জুন) উপজেলা প্রশাসনের উদ্যোগে পর্যটন কেন্দ্র মিনি কক্সবাজার নামে পরিচিত উচিতপুর ট্রলারঘাটে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ এর সভাপতিত্ত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কাজি মোঃ আব্দুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুহেল মাহমুদ, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জেলা সুজনের সভাপতি শ্যামলেন্দু পাল, জনকন্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি সঞ্জয় সরকার , মদন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ, মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, মদন ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান শেখ মানিক, ঘাট ইজারাদার লাহুত মিয়া, ট্রলার মালিক মিজানুর রহমান, নৌ চালক জাহাঙ্গীর প্রমূখ। অনুষ্ঠানে ট্রলার চালকদের মাঝে লাইফ জ্যাকেট ও জীবন রক্ষাকারী বয়া (টিউব) প্রদান করা হয়।

গেল বছর ৫ আগষ্ট উচিতপুর হাওরে নৌকা ডুবিতে ১৮ জনের প্রাণহানির ঘটনা ঘটে। এর সাথে ১০ই সেপ্টেম্বর কলমাকান্দার হাওরে নৌ দূর্ঘটনায় ১৪ জন যাত্রীর মৃত্যু হয়েছিল। এ বছর পানি আসার আগেই নৌকা চালক-মালিক ও ঘাট ইজারাদারদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেছে প্রশাসন।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com