নেত্রকোনা ৫ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হলেন আহমেদ হোসেন
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: দ্বাদশ সংসদ নির্বাচনের ১৬১ নেত্রকোনা ৫ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে ৭৯ হাজার ৬ শত ৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমেদ হোসেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মোঃ মাজহারুল ইসলাম সোহেল ফকির ট্রাক প্রতীকে ভোট পেয়েছেন ২৭ হাজার ২ শত ১৪। রবিবার (৭ জানুয়ারী) রাতে বেসরকারিভাবে ফলাফল প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ খবিরুল আহসান।
উক্ত আসনে প্রার্থীতা করে স্বতন্ত্র প্রার্থী ড. আনোয়ার হোসেন ঈগল প্রতীকে ৬ হাজার ১শত ৯১ , জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ওয়াহিদুজ্জামান আজাদ লাঙ্গল প্রতীকে ১ হাজার ৬ শত ০৬, তৃণমূল বিএননপি মনোনীত প্রার্থী আব্দুল ওয়াহহাব হামিদী সোনালী আঁশ প্রতীকে ৩ শত ৭২ ভোট পেয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষ্যে এ আসনে ৮১টি ভোট কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৭০ হাজার ৬শত ৯৯ জন। ফলাফলে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লক্ষ ১৬ হাজার ৬শত ২৯, মোট বৈধ ভোটের সংখ্যা ১ লক্ষ ১৫ হাজার ৩০, বাতিলকৃত ভোটের সংখ্যা ১হাজার ৫শত ৯৯।