নেত্রকোনা সীমান্তে টাস্কফোর্স অভিযানে প্রায় ৪৭ লক্ষ টাকার সুপারী জব্দ

প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ , ডিসেম্বর ২৭, ২০২২
প্রায় ৪৭ লক্ষ টাকার সুপারী জব্দ

আব্দুর রহমান, নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কর্তৃক সীমান্তে চোরাচালান বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ৪৬, ৬৫,৬০০/- টাকার বিপুল পরিমাণে বাংলাদেশী সুপারী জব্দ করা হয়েছে।

গতকাল সোমবার (২৬ ডিসেম্বর) কলমাকান্দা উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুল হাসেম এর নেতৃত্বে সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টা হতে রাত ১১ টা ১৫ মিনিট পর্যন্ত টানা ৫ ঘন্টা অভিযান পরিচালনা করা হয়।

পরে মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক মেজর গাজী মুহাম্মদ সালাহ উদ্দিন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ জেলার কলমাকান্দা উপজেলার লেংঙ্গুড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ভারতের মেইন পিলার ১১৭৪ হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘কাঠালবাড়ী’ নামক এলাকায় টাস্কফোর্স পরিচালনা করা হয়েছে।

উক্ত টাস্কফোর্স অভিযানে অত্র ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মুহাম্মদ সালাহ উদ্দিনের উপস্থিতিতে সহকারী পরিচালক মোঃ মুমিনুল ইসলাম এর সাথে লেংগুড়া কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ সেলিম ভূইয়াসহ ৩৫ জন বিজিবি সদস্য এবং ১ জন আনসার সদস্য অংশগ্রহণ করেন।

এসময় টাস্কফোর্স অভিযানে মালিকবিহীন অবস্থায় ২১৬ বস্তা বাংলাদেশী সুপারী জব্দ করা হয়। যার সিজার মূল্য ৪৬, ৬৫,৬০০/-(ছেচল্লিশ লক্ষ পঁয়ষট্টি হজার ছয়শত) টাকা। জব্দকৃত সুপারী নেত্রকোনা কাস্টমস অফিসে জমা করা হবে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com