নেত্রকোনা পৌরসভায় ডাস্টবিন স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন
আব্দুর রহমান নেত্রকোনাঃ নেত্রকোনা জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে পরিছন্ন নেত্রকোনা বিনির্মাণ কর্মসূচীর আওতায় বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন কার্যক্রমের শুভ উদ্বাধন করা হয়েছে।
নেত্রকোনা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে মোঃ রফিকুল ইসলাম হাওলাদার মিলনের সঞ্চালনায় জয়ের বাজার এলাকায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান আনুষ্ঠানিক ভাবে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার আকবর আলী মুন্সী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ নুরুল আমিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন, চেম্বার অব কমার্সের সভাপতি হাজী আব্দুল ওয়াহেদ, প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন শেখ, কাউন্সিলর মান্নান খান আরজু, প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান, দোকান মালিক সমিতির সদস্য উত্তম কুমার প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ এস এম মহসিন আলম, জেলা চালকল মালিক সমিতির সভাপতি হাজী এইচ আর খান পাঠান সাখি,
প্রেসক্লাবের সাবেক সম্পাদক শ্যামলেন্দু পাল, যুগ্ম সম্পাদক এ কে এম আব্দুল্লাহ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এম এল সৈকতসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও পৌর কাউন্সিলরবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা নেত্রকোনা শহরকে পরিছন্ন নগরী হিসেবে গড়ে তোলার জন্য স্ব স্ব অবস্থান থেকে সু-নাগরিকের দায়িত্ব পালনের উদাত্ত আহবান জানান।