নেত্রকোনা পৌরসভায় ডাস্টবিন স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ , অক্টোবর ১৪, ২০২১
ডাস্টবিন স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন

আব্দুর রহমান নেত্রকোনাঃ নেত্রকোনা জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে পরিছন্ন নেত্রকোনা বিনির্মাণ কর্মসূচীর আওতায় বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন কার্যক্রমের শুভ উদ্বাধন করা হয়েছে।

নেত্রকোনা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে মোঃ রফিকুল ইসলাম হাওলাদার মিলনের সঞ্চালনায় জয়ের বাজার এলাকায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান আনুষ্ঠানিক ভাবে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার আকবর আলী মুন্সী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ নুরুল আমিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন, চেম্বার অব কমার্সের সভাপতি হাজী আব্দুল ওয়াহেদ, প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন শেখ, কাউন্সিলর মান্নান খান আরজু, প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান, দোকান মালিক সমিতির সদস্য উত্তম কুমার প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ এস এম মহসিন আলম, জেলা চালকল মালিক সমিতির সভাপতি হাজী এইচ আর খান পাঠান সাখি,

প্রেসক্লাবের সাবেক সম্পাদক শ্যামলেন্দু পাল, যুগ্ম সম্পাদক এ কে এম আব্দুল্লাহ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এম এল সৈকতসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও পৌর কাউন্সিলরবৃন্দ।  অনুষ্ঠানে বক্তারা নেত্রকোনা শহরকে পরিছন্ন নগরী হিসেবে গড়ে তোলার জন্য স্ব স্ব অবস্থান থেকে সু-নাগরিকের দায়িত্ব পালনের উদাত্ত আহবান জানান।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com