নেত্রকোনা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তীচ্ছুদের পাশে জেলা ছাত্রলীগ

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ , অক্টোবর ৩, ২০২১

আব্দুর রহমান,নেত্রকোনা প্রতিনিধিঃ আজ রবিবার সন্ধ্যা ৭টা৪৫মিনিটে, বি আর টিসি ফার্মের সম্মুখে, রাজশাহী বিশ্ব বিদ্যালয়ে ভর্তীচ্ছু সাধারণ শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্তে, নূর মোহাম্মদ জাহান, মেহেদী হাসান সাব্বির,শামীম তালুকদার, রাহাতুল ইসলাম ইমন, মেহেদী মাসুদ পিয়াসের উদ্যোগে নেত্র এডমিশন সার্ভিসেস নামক যাতায়াত ব্যবস্থা করা হয় এবং তাদের এ উদ্যোগ শিক্ষার্থী বান্ধব হওয়ায়, নেত্রকোণা জেলা ছাত্রলীগের মানবিক ছাত্রনেতা খ্যত সোবায়েল আহম্মেদ খান শুরু থেকেই তাদের এ উদ্যোগকে সাধুবাদ জানায়,, সেই সূত্র থেকে আজ রাজশাহীগামী প্রথম ভর্তীচ্ছু শিক্ষার্থীদের উত্তর উত্তর সফলতা কামনা করে,সেই সাথে করোণা মহামারী নিয়ে সকলকে সচেতন থাকতে বলেন, সকলের মাঝে তিনি সাস্থ্য সুরক্ষায় মাস্ক, পানির বোতল,ও শিক্ষা সামগ্রী কলম বিতরণ করেন।

সে সময় তিনি সকলের উদ্দেশ্যে বলেন শিক্ষার্থী বান্ধব সকল কাজে পাশে থাকবে নেত্রকোণা জেলা ছাত্রলীগ।
এই সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সাইফুল ইসলাম খান শুভ্র, সহ-সভাপতি শফিকুল ইসলাম মুন্সী, সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন বাধঁন, ,সাবেক সহ-সম্পাদক সৈয়দ আল রাকিব,মোঃজাকির হোসেন,তাজবীর মানিক,জাহিদ হাসান প্রান্ত, জাহিদুল ঝিকু,সাইফুল ইসলাম লালন,,সুশান্ত সরকার সুমন,সৈকত পুর কায়স্ত,তাকবীর,দ্রুব সরকার,মাহফুজুর রহমান পিয়াস,আসাদুজ্জামান কাউসার,সানুয়ার সাক্লাইন,সানিমুল হক সানি,ফুহাদ, রিদয়, ইমন, ফাইয়াজ প্রমুখ।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com