নেত্রকোনা জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের সংবাদ সন্মেলন


নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট চাঁদাবাজির অভিযোগ এনে মানববন্ধন করে বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করার প্রতিবাদে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের উদ্যোগে জেলা কার্যালয়ে আজ (২১ মার্চ) মঙ্গলবার দুপুরে মটরযান কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল কদ্দুছসহ জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়।
জেলায় কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম এ সময় লিখিত বক্তব্য পাঠ করে শোনান।
লিখিত বক্তব্যে বলেন,নেত্রকোনা জেলা মটরযান কর্মচারী ইউনিয়ন একটি সুপ্রতিষ্ঠিত সংগঠন যাহার রেজি নং-২৫৭৪ জেলায় ১৯৮৪ সাল থেকে সংগঠনের উদ্যোগে জেলার পরিবহন ব্যবস্থা সুশৃংখর ভাবে পরিচালিত হয়ে আসছে। সংগঠনটি কোন চাঁদা বাজর সাথে জড়িত নয়।
গত ১৯ মার্চ জেলা ট্রাক-ট্রাক্টর কর্ভাডভ্যান শ্রমিক ইউনিয়ন নামে সংগঠনটি নেত্রকোনার পুর্বধলা সড়কে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করে যা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় জেলা মটরযান কর্মচারী ইউনিয়ন ।