নেত্রকোনা কলমাকান্দায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত


আব্দুর রহমান, নেত্রকোনাঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনা সরকারের অভূতপুর্ব উন্নয়নের কথা তৃণমূল পর্যায়ে তুলে ধরে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহবান জানিয়ে জনসংযোগ, মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রফিক উজমান খোকন আজ মঙ্গলবার দুপুরে সীমান্তবর্তী উপজেলার স্থানীয় ডাইয়াকান্দা বাজারে জনসংযোগ, মিছিল ও সংবাদ সম্মেলনের আয়োজন করে।
স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ ৫ শতাধিক এলাকাবাসী অনুষ্ঠানে যোগ দেন । এছাড়া জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জনসংযোগ ও সংবাদ সম্মেলনে রফিক উজমান খোকন বলেন আমরা ছোট বেলায় কুপি জালিয়ে পড়াশোনা করেছি আর এখন ঘরে ঘরে বিদ্যুৎ এর ব্যাবস্থা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের এলাকায় পায়ে হাটা ব্যাতিত যোগাযোগের কোন মাধ্যম ছিল না। আর এখন প্রত্যেকের বাড়ি বাড়ি গাড়ী যায়।
সীমান্ত এলাকায় এই অভূতপূর্ব উন্নয়ন একমাত্র শেখ হাসিনা সরকারের মাধ্যমেই সম্ভব হয়েছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার মনোনীত নৌকা প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান তিনি।