প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার,
হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন্য উন্মুক্ত।
তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।
লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com
নেত্রকোনা করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ


আব্দুর রহমান : নেত্রকোনায় করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত দোকান কর্মচারীদের মাঝে সরকারীভাবে চাল, ডাল, তেল ও আলু বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে নেত্রকোনা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে প্রায় ৫শত করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত দোকান কর্মচারীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসী, জেলা সিভিল সার্জন ডা সেলিম মিয়া, জেলা চেম্বার অফ কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।