নেত্রকোনায় বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ , জুন ১, ২০২১
বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

আব্দুর রহমান, নেত্রকোনা : বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষ্যে প্রাণি সম্পদ অধিদপ্তরের আওতায় প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় নেত্রকোণায় বর্ণাঢ্য র‌্যালী ও ভাচুর্য়াল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

‘প্রতিদিন এক গ্লাস দুধ পান করুন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুনথ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সকাল সাড়ে ১০টায় নেত্রকোণা প্রাণি সম্পদ অফিস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। ব্যালীটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় প্রাণি সম্পদ অফিসে ফিরে আসে।

পরে নেত্রকোণার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুহেল মাহমুদের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা-২(সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রাণি সম্পদ বিভাগের পরিচালক ডাঃ সুখেন্দু গায়েন, নেত্রকোণা পৌরসভার মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মনোরঞ্জন ধর, প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান, সফল খামারী আহমেদ আলী প্রমুখ। আলোচনা সভায় বক্তারা দুধের চাহিদা পূরণ করতে প্রতিটি গ্রামে গ্রামে দুগ্ধজাত গরুর খামার গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com