নেত্রকোনায় বালুবাহী লড়ির চাপায় দুই কৃষকের মৃত্যু
নেত্রকোনা প্রতিনিধি: মঙ্গলবার (১২ জানুয়ারী) সকালে নেত্রকোনা মদন সড়কে মজনু মিয়ার দোকানের সামনে বালুবাহী লড়ির চাপায় এমদাদ মিয়া (৩৫) ও সেলিম মিয়া নামের দুই কৃষক নিহত হয়েছেন। তারা উভয়েই নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের কাইলাটি গ্রামের বাসিন্দা। আরো চারজন আহত হওয়ার ঘটনা ঘটে। তাদের মধ্যে গুরুতর আহত মোস্তফাকে নেয়া হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। গ্রামটিতে চলছে শোকের মাতম।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নেত্রকোনা মদন সড়কের বালি নামক স্থানে কালর্ভাটের পাশে রেন্টিতলায় সড়কের অনেক নীচে মজনু মিয়ার দোকানের সামনে সেখানে সকালে কুয়াশায় অন্ধকার থাকায় ১০/১১ জন কৃষক ধানের চারা নিয়ে দোকানের সামনেই আগুন পোহাচ্ছিলেন। হঠাৎ করে নেত্রকোনা থেকে মদনগামী একটি বালু বোঝাই হামজা এন্টারপ্রাইজ নামের লড়িটি ভ্যান সহ উল্টিয়ে সড়ক ছেড়ে দোকানের উপর দিয়ে খালে পড়ে যায়।
দোকানদার মজনু মিয়া জানান, রাস্তা এক দিকে দোকান অন্যদিকে। রাস্তার দিকে লড়ি না গিয়ে কোনাকেণি দোকানের সামনে দিয়ে খালে পড়ে যায়। দ্রুত তিনিসহ স্থানীয়রা এগিয়ে এসে লড়ির নীচে চাপা পড়ে যাওয়া বেশ কয়েকজনকে উদ্ধার করেন। এসময় দুজন ঘটনাস্থলের মারা যান। এরপর মজনু মিয়া নিজেও জ্ঞান হারিয়ে ফেলেন।
এদিকে অন্য চারজনকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মডেল থানার পরিদর্শক মো. সাজেদুল আলম জানান, লড়িটি যাওয়ার পথে একটি ভ্যানের সাথে সংঘর্ষ হয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। আমরা সুরত হাল রিপোট করছি। ভুক্তভোগীরা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।