নেত্রকোনায় বাবা ও ছেলের মৃত্যুর ঘটনায় মামলা স্ত্রী গ্রেপ্তার

প্রকাশিত: ১০:১৯ পূর্বাহ্ণ , নভেম্বর ২১, ২০২১
পিতা-পুত্রের মরদেহ

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা পৌরসভার নাগড়া এলাকা থেকে বাবা আবদুল কাইয়ুম (৩২) ও দুই বছরের ছেলে আহনাব শাকিলের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। মৃতের ভাই মো. মোস্তফা আহমেদ মিলু বাদী হয়ে ভাবী সালমা আক্তারের নাম উল্লেখ ও অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে শুক্রবার নেত্রকোনা মডেল থানায় মামলা করেন। পরে সালমা আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, নেত্রকোনা পৌর সভার নাগড়া এলাকায় ঔষধ প্রশাসন অধিদপ্তরে চাকরি করতেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার খামার গ্রামের আবদুল কাইয়ুম। তিনি স্ত্রী- সন্তান নিয়ে ওই এলাকায় মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন স্মৃতি সড়কে সাত বছর ধরে ভাড়া বাসায় থাকতেন। বুধবার রাতে ওই বাসায় আবদুল কাইয়ুম ও দুই বছরের ছেলে আহনাব শাকিলের রহস্যজনক মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার সকালে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায় এবং মৃতের স্ত্রী সালমা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। শুক্রবার ময়নাতদন্ত শেষে বাবা ও ছেলের লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেয় পুলিশ।

ব্যাপারে মৃতের ভাই মো. মোস্তফা আহমেদ মিলু বাদী হয়ে সালমা আক্তারের নাম উল্লেখ ও অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে শুক্রবার নেত্রকোনা মডেল থানায় মামলা করেন। আটক হওয়া সালমা আক্তারকে পুলিশ গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে পাঠায়।

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার সাকের আহমেদ বলেন, বাবা ও ছেলের মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে। মৃতের স্ত্রী সালমা আক্তারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com