নেত্রকোনায় বাণিজ্যিকভাবে সূর্যমুখীর আবাদ

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ , মার্চ ১৪, ২০২১

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় সূর্যমুখী ফুল চাষ কৃষকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। জেলার বারহাট্রা উপজেলার চরসিংধা গ্রামে কৃষক শাহ মোরশেদ মাহবুব এবার ৮০ শতাংশ জমিতে বাণিজ্যিকভাবে সূর্যমুখীর আবাদ করেছে। তাকে দেখে অনেকেই এখন এই ফুল চাষে উদ্বুদ্ধ হচ্ছেন।

কৃষক শাহ মোরশেদ মাহবুব জানান, সূর্যমুখী আবাদে তার এক লাখ টাকা খরচ হয়েছে। এ ফুলের বীজ বিক্রি করে কমপক্ষে আড়াই লক্ষ টাকা আয় হবে বলে আশা করছেন তিনি। ফুলের বাগানে কাজ করে এলাকার অনেকের কর্মসংস্থান হচ্ছে। বর্তমানে তার বাগানের প্রতিটি চারায় ফুল ফোটায় পুরো জমি জুড়ে তৈরি হয়েছে এক অপরূপ সৌন্দর্য।

বারহাট্রা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাইমিনুর রশিদ জানান, এ অঞ্চলের মাটি ও আবহাওয়া সূর্যমুখী চাষে উপযোগী। এজন্য দিন দিন সূর্যমুখীর আবাদ বাড়ছে। এতে কৃষি পর্যটনের সুযোগও তৈরি হচ্ছে । এছাড়া সূর্যমুখীর বীজ থেকে তেল উৎপাদন হয়। কৃষক যাতে এর সঠিক মূল্য পায় আর সহজে বাজারজাত করতে পারে এজন্য কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

এ উপজেলার নির্বাহী কর্মকর্তা গোলাম মোর্শেদ জানান, কৃষি বহুমুখী করণে বর্তমান সরকার অনেক কাজ করছে । বিশেষ করে কৃষকদের বিভিন্ন ফসলের প্রণোদনা দিচ্ছে। এতে একদিকে যেমন কৃষক লাভবান হবেন, অন্যদিকে কৃষি বহুমুখীকরণে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ায় সরকারের যে লক্ষ্য ও উদ্দেশ্য তাও দ্রুত বাস্তবায়ন হবে ।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com