নেত্রকোনায় পিকআপ চাপায় নারীর মৃত্যু

প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ২৮, ২০২১
প্রতীকি ছবি

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনায় পিকআপ চাপায় নুরেজা আক্তার (৪৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে।  রবিবার বিকাল পনে ৫টায় নেত্রকোনা শহরের মোক্তারপাড়ার দত্ত মার্কেটের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নুরেজা বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের দরুন সাহতা গ্রামের আব্দুল খালেকের স্ত্রী।

স্থানীয়রা পিকাপ ভ্যান ভাংচুর করে চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে নিলে নিহত নারীর ব্যাগে থাকা এন আই ডি কার্ড, আশা সমিতির কার্ড ও নগদ ২১ হাজার ২ শত ১০ টাকাসহ সকল তথ্য পাওয়া যায়।

স্থানীয়রা জানান, বিকেলে দত্ত মার্কেটের সামনে মোটরসাইকেল যোগে ওই নারী বারহাট্টার দিকে যাচ্ছিলেন। সড়কের পাশে তরকারির ভ্যানের জন্য মোটরসাইকেলটি ব্রেক করলে ওই নারী সড়কে পড়ে যান। এসময় পেছন থেকে দ্রুতগামী একটি পিকাপ ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। মোটরসাইকেল চালক নিহত নারীকে রেখে চলে গেছেন।

এদিকে গাড়িটি ভাংচুর করে চালককে পুলিশে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা মডেল থানার ইন্সপেক্টর তদন্ত মো. সুহেল রানা।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com